জন্মদিনে তোমাকে অভিবাদন আমাদের জাতির পিতা
বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ ছেড়ে কেনো দেশের হাজার হাজার যুবক প্রতিবছর ভূমধ্য সাগরে ডুবে মরতে যায় তা ওবায়দুল কাদের বা হাসান মাহমুদদের ব্রিফিং’এ স্থান পায় না কোন দিন। পররাষ্ট্রমন্ত্রীর মতো দায়িত্বশীল ব্যক্তি উপহাস করে বলেন যারা ভূমধ্যসাগরে ডুবে মরে তারা নাকি গুম হওয়া ব্যক্তি!
প্রিয় জাতির পিতা, জন্মদিনে আপনাকে আবারও অভিবাদন। আপনার আত্মা চিরশান্তি লাভ করুক। টুঙ্গিপাড়ার মাটি আপনাকে ধারন করতে পেরে ধন্য। আপনার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। কিন্তু আপনার মেয়ে দেশকে দুর্নীতিমুক্ত করতে পারেননি।
দেশের সিংহভাগ মানুষের কত ছোট ছোট চাহিদা! তারা ভিক্ষা চায় না। শুধু চায় আপনাদের কুত্তাগুলো সামলান। নির্ধারিত সহনীয় মূল্যে চাল-ডাল-তেল-চিনি কিনে খেয়ে কোনমতে দিন পার করতে চায় দেশের সিংহভাগ মানুষ। কিন্তু এটাই তাদের দেবার ব্যবস্থা নেই।
আমাদের ক্ষমা করবেন প্রিয় জাতির পিতা। এখনও বলি, আপনার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই দেশে শান্তি আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।