ইউনুসের মতো এমন নিরেট নির্ভরযোগ্য দ্বিতীয় কাউকে আগে আমেরিকা পায়নি। বিশ্বস্ত ভৃত্য পদবী বিশেষনটি তার জন্য অপমানকর। জো বাইডেন ইউনুসের ঘাড় ধরে ছবি তুলেছেন। মাথায় চুমু খেয়েছেন। কৃতজ্ঞ ইউনুসের আনন্দে হাসির সময় তার চোখে পানি চলে এসেছে।
রংপুরের আবু সাঈদের কথা বলতে গিয়ে তার গলা ধরে আসে! কান্না পায়! কিন্তু জো বাইডেন জডিয়ে ধরলে তার মনে হয়নি মার্কিন প্রেসিডেন্টের হাতে গাজা`র চল্লিশ হাজার মানুষের রক্ত! মুসলমানের রক্ত! লক্ষ লক্ষ মানুষকে সেখানে চিরদিনের জন্যে পঙ্গু, অন্ধ করে দেয়া হয়েছ। ধংস করে দেয়া হয়েছে তাদের বাড়িঘর সম্পদ সবকিছু। বংশ পরষ্পরায় ফিলিস্তিনি জাতিকে এরা নিশ্চিহ্ন করার মিশনে লিপ্ত।
বানিজ্যিক বুদ্ধিমান ইউনুস জানেন মুখের ওপর বাইডেন বা কোন মার্কিন প্রেসিডেন্টকে খুনি বলা যায়না। তারাই মনিব। দাস পদবী শব্দ উচ্চারন করা এখানে ইউনুসের জন্য অপমানকর। বিল ক্লিনটন, বিশ্বব্যাংক, আইএমএফ, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, আন্তর্জাতিক বিচার আদালত সহ বিশ্বে যারা যেখানে আমেরিকার অনুগত তাদের সবাই এই সুযোগে ইউনুস বাংলাদেশের ক্ষমতায় যাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। দালালকে সম্মাননা বললে ইউনুসের জন্যে অপমানকর মনে হবে। তিনি আমেরিকার স্বপ্ন পূরন হয়েছে।